ইনসাইড পলিটিক্স

মান্নার যোগ্যতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারেক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/10/2018


Thumbnail

যুক্তফ্রন্ট, ঐক্য প্রক্রিয়া এবং বিএনপির ঐক্যের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না। তিনি ছিলেন বিএনপির লীয়াজো কমিটির একজন প্রতিনিধি। বিভিন্ন সুত্র থেকে জানা যায়, তারেক জিয়ার সঙ্গে তার ঘনিষ্ট যোগাযোগ রয়েছে এবং তিনি ঐক্য প্রক্রিয়ার যাবতীয় খবরাখবর তারেক জিয়াকে আপডেট করতেন।

গত মাসের শেষের দিকে বদরুদ্দোজা চৌধুরীর বাসায় ঐক্য প্রক্রিয়ার একটি বৈঠকে অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তিনি বৈঠকে মোবাইল ফোন অন রেখে, বৈঠকের সমস্ত কার্যক্রম তারেক জিয়াকে শুনাচ্ছিলেন। বর্তমানে ঐক্য প্রক্রিয়ার অনিশ্চয়তা দেখা দিয়েছে, তখম মাহমুদুর রহমান মান্না অত্যান্ত বিপাকে রয়েছেন। কারণ মাহমুদুর রহমান মান্না একজন এজেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন যে, তিনি যে কোনো ভাবেই এই ঐক্য প্রক্রিয়া করে দিবেন। কিন্তু যখন দেখা যাচ্ছে যে ঐক্য প্রক্রিয়া হচ্ছে না, তখন তারেক জিয়া মাহমুদুর রহমান মান্নার যোগ্যতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

বাংলা ইনসাইডার/আরকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭