ইনসাইড গ্রাউন্ড

১৮ বলেই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/10/2018


Thumbnail

এশিয়া অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে একের পর এক বিস্ময়কর ঘটনা ঘটেই চলেছে। তিনদিন আগেই মালয়েশিয়া-মিয়ানমার ম্যাচটি দেখেছিল অদ্ভূত এক স্কোরকার্ড। মিয়ানমার প্রথমে ব্যাটিং করতে নেমে ১০.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯ রান সংগ্রহ করে। তার ওপর আবার বৃষ্টি হানা দেয়। বৃষ্টি আইনে মালয়েশিয়ার লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৬ রান! মালয়েশিয়া মাত্র ১০ বলেই জয় তুলে নেয়। ৬ রান তুলতে অবশ্য দুইটি উইকেটও হারায় মালয়েশিয়া। বুধবার চীন-নেপালের ম্যাচেও ঘটেছে একই রকম কাণ্ড। মাত্র ১১ বলেই জয় তুলে নেয় নেপাল।

চীন প্রথমে ব্যাটিং করতে নেমে ১৩ ওভারে মাত্র ২৬ রান তুলতেই অলআউট হয়ে যায়। জবাবে নেপাল মাত্র ১১ বল মোকাবেলা করেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

আজ শুক্রবারের ম্যাচেও চীনের বিপক্ষে মালয়েশিয়া মাত্র ১৮ বলেই জয় তুলে নেয়। প্রথমে ব্যাটিং করতে নেমে ১০ ওভারে মাত্র ৩০ রানে অলআউট হয়ে যায় চীন। জবাবে মালয়েশিয়া বিনা উইকেটে ১৮ বলেই জয় নিশ্চিত করে।

চীন পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত ম্যাচ খেলেছে ৬টি। সব কয়টি ম্যাচেই আগে ব্যাটিং করে পরাজিত হয়েছে চীন। ৬ ম্যাচে চীনের সর্বোচ্চ স্কোর ৪৮ রান। ৬ ম্যাচের চারটি ম্যাচই হেরেছে ১০ উইকেটে। সর্বনিম্ন ৮ উইকেটে হেরেছে একটি ম্যাচ।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭