ইনসাইড বাংলাদেশ

ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নের ৭২ টির হুবহু মিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/10/2018


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। আজ অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের ৭২টি প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।

‘ঘ’ ইউনিটের পরীক্ষা শুরু হওয়ার প্রায় ৪০ মিনিট আগে নামপ্রকাশে অনিচ্ছুক একজন সোর্সের কাছ থেকে শিক্ষার্থী ও সাংবাদিকরা ফাঁস হওয়া প্রশ্নপত্রের একটি কপি পায়।

ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র মিলিয়ে দেখা যায়, বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে ১০০টি প্রশ্নের মধ্যে বাংলা অংশে ১৯টি, ইংরেজি অংশে ১৭টি, সাধারণ জ্ঞান অংশে ৩৬টিসহ মোট ৭২টি প্রশ্নের মিল পাওয়া যায়।

প্রশ্নফাঁসের অভিযোগ অস্বীকার করে ঢাবি প্রক্টর একেএম গোলাম রব্বানী বলেন, ‘আমরা কোনও নির্ভরশীল সূত্র থেকে প্রশ্নফাঁসের তথ্য নিশ্চিত হতে পারিনি। কঠোর নিরাপত্তার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখানে জালিয়াতি বা প্রশ্নফাঁসের কোনও সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে। ঘটনা সত্য হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭