ইনসাইড গ্রাউন্ড

মেয়েদের র‍্যাংকিং প্রচলন শুরু, সেরা দশে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/10/2018


Thumbnail

অবশেষে ছেলেদের মতো মেয়েদের ক্রিকেটেও র‍্যাংকিংয়ের প্রবর্তন শুরু করল আইসিসি। এবারই চালু হওয়া টি-টোয়েন্টি ফরম্যাটে র‍্যাংকিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে তিনবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাংলাদেশের অবস্থান নবম।

এশিয়ার মধ্যে ভাল অবস্থানে রয়েছে ভারত। ২৪৯ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের পঞ্চম স্থানে রয়েছে তাঁরা। বাংলাদেশের উপরেই অবস্থান করছেন পাকিস্তান ও শ্রীলঙ্কা। ২২৭ পয়েন্ট নিয়ে পাকিস্তান সাতে আর শ্রীলঙ্কা ২০৭ পয়েন্ট নিয়ে আছে আট নাম্বারে।

বাংলাদেশের পয়েন্ট ১৯৩। বাংলাদেশের পড়েই আয়ারল্যান্ডের অবস্থান। আইরিশরা ১৮৮ পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের দশ নাম্বারে রয়েছে।

দুই, তিন আর চার নাম্বার জায়গাটি দখলে যথাক্রমে নিউজিল্যান্ড, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের। নিউজিল্যান্ডের পয়েন্ট ২৭৭। এক পয়েন্ট কম নিয়ে ইংল্যান্ড ২৭৬ আর ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ২৫৯।

সহযোগী সদস্যদের মধ্যে তালিকার এগারতে রয়েছে স্কটল্যান্ড। চলতি বছর এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়সহ বেশ কয়েকটি ভালো পারফরম্যান্স দেখানো থাইল্যান্ড জায়গা করে নিয়েছে ১২তম অবস্থানে।

বাংলা ইনসাইডার/এসএকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭