ওয়ার্ল্ড ইনসাইড

গার্লফ্রেন্ডের খরচ সামলাতে চুরি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/10/2018


Thumbnail

গার্লফ্রেন্ডের খরচ যোগাতে চুরির রাস্তা ধরলেন। তাও আবার গুগলের এক ইঞ্জিনিয়ার৷ শুনে অবাক হচ্ছেন! অবাক হলেও সত্য যে, সম্প্রতি এমনটাই ঘটেছে ভারতে। অভিযুক্ত নিজেই জানিয়েছে পুলিশকে এই খবর।

অভিযুক্ত গর্বিত সাহানি, হরিয়ানার আম্বালার বাসিন্দা। ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তারও করেছে অভিযুক্ত গুগল কর্মী গর্বিত সাহানিকে। এই গুগল কর্মীর বিরুদ্ধে অবৈধভাবে টাকা চুরির অভিযোগ ওঠে৷ ৷ সেই চুরির তদন্ত করতে যেয়েই চুরির নেপথ্যের কারণ প্রকাশ পায়।

জেরার মুখে সে পুলিশকে জানায়, ইদানীং নাকি আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল ৷ ফলে, গার্লফ্রেন্ডের খরচ চালানো তার পক্ষে হয়ে উঠেছিল দুষ্কর৷ আর, সেজন্যই চুরির রাস্তা নেয় সে৷ তল্লাশি করে, অভিযুক্তের বাড়ি থেকে ৩,০০০ টাকাও উদ্ধার করেছে পুলিশ৷

গত ১১ সেপ্টেম্বর এমএনসির সিনিয়র এক্সিকিউটিভদের জন্য একটি কনফারেন্স ডাকা হয় যার আয়োজন করেছিল আইবিএম৷ কনফারেন্স চলাকালীন দেব্যানী জৈন নামের এক মহিলার হ্যান্ডব্যাগ থেকে চুরি হয় ১০,০০০ টাকা৷

কেস রেজিস্টার করা হলে পুলিশি তৎপরতায় হোটেল চত্বরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়৷ আর, সেখান থেকেই মেলে চুরির সূত্র৷ পরীক্ষা করে দেখা হয় কনফারেন্সে আসা অতিথিদের নামের তালিকাও৷

হোটেলের বাইরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্দেহের তালিকায় থাকা ব্যক্তি ক্যাবে করে এসেছেন৷ এরপর ক্যাবটির রেজিস্ট্রেশন নম্বর ও বুক করা মোবাইল নম্বর দিয়ে তদন্ত চালায় পুলিশ৷

ঘটনার পরই নিজের ফোন অফ করে দেয় অভিযুক্ত গর্বিত৷ তবুও হাল ছাড়েনি পুলিশ। নতুন নম্বরের সূত্র ধরেই অভিযুক্তের বাড়ি পর্যন্ত পৌঁছায় পুলিশ এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়৷

বাংলা ইনসাইডার/জেডআই



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭