ইনসাইড বাংলাদেশ

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/10/2018


Thumbnail

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সংস্থাটির সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রসমূহের সরাসরি গোপন ভোটের মাধ্যমে আগামী ২০১৯-২০২১ মেয়াদের জন্য বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়।

জাতিসংঘ ৭৩তম সাধারণ পরিষদের সভাপতি মারিয়া ফার্নানদা এস্পিনোসার সভাপতিত্বে নিউইয়র্কের স্থানীয় সময় গতকাল শুক্রবার এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে স্থানীয় সময় বেলা ১২টায় ফল ঘোষণা হয়।

মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ার জন্য ৯৭ ভোটের প্রয়োজন থাকলেও বাংলাদেশকে ১৭৮টি সদস্য রাষ্ট্র ভোট দেয়। বিপুল ভোটে জয়লাভ করায় বাংলাদেশকে অভিনন্দন জানান উপস্থিত জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিরা।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়া প্রসঙ্গে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, ‘এই বিজয় গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা সর্বোপরি আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রার প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থার প্রতিফলন। এ সময় মাসুদ বিন মোমেন সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সময়োপযোগী মানবিক ও সহানুভূতিশীল পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের চলতি মেয়াদে গত ২০১৫-২০১৭ পর্যন্ত বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিল।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭