ইনসাইড বাংলাদেশ

গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড, উত্তরখানে দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/10/2018


Thumbnail

রাজধানীর উত্তরখানে একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়েছেন ৮ জন। আজ শনিবার ভোরে উত্তরখানের ব্যাপারীপাড়া এলাকায় হেলাল মার্কেটের কাছে তিন তলা একটি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভবনটির নিচতলায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ অগ্নিকাণ্ডে একই ভবনের তিন পরিবারের মোট ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে রয়েছে ৪ জন নারী,৩ জন পুরুষ ও ১ জন শিশু।

দগ্ধ ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের নাম সাগর, ডাবলু, আজিজুল, পূর্ণিমা, আফরোজা, উর্মি, আঞ্জু ও শিশু আবদুল্লাহ।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনটির নিচ তলায় গ্যাসের লাইনে আগে থেকেই লিকেজ ছিল। দেশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গেই আগুন লাগে। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭