ইনসাইড বাংলাদেশ

সেনাপ্রধানের কাছে জাফরুল্লাহর দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/10/2018


Thumbnail

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সম্পর্কে টেলিভিশনে মিথ্যা তথ্য দেওয়ার পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ শনিবার তাঁর দুঃখ প্রকাশের বিষয়টি জানা যায়।

এর আগে গত মঙ্গলবার রাত ১০টায় প্রচারিত সময় টিভির ‘সম্পাদকীয়’ শিরোনামের এক টকশোতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছিলেন, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ যখন চট্টগ্রামের জিওসি ছিলেন, সেখান থেকে ‘সমরাস্ত্র ও গোলাবারুদ চুরি’ যাওয়ার ঘটনায় তাঁর কোর্ট মার্শাল ল’ হয়েছিল।

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বর্তমান সেনাপ্রধানের ব্যর্থতার ইঙ্গিত করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘...দেখেন, আর্জেস গ্রেনেড... আমি জানি না সময়টি মিলে কিনা, আমাদের বর্তমান চিফ অব আর্মি আজিজ সাহেব চট্টগ্রামের কমান্ডার ছিলেন, জিওসি ছিলেন, কমান্ড্যান্ট ছিলেন। তার ওখান থেকে একটা ব্যাপক সংখ্যক সমরাস্ত্র, গোলাগুলি চুরি হয়েছিল, হারিয়ে গেছিল, বিক্রি হয়ে গেছিল এবং এ জন্য একটা কোর্ট মার্শালও হয়েছিল, আজিজের নামে, জেনারেল আজিজের নামে কোর্ট মার্শালও হয়েছিল। আজকে উনি..., কিন্তু উনার কেন এসেছে, উনি হলেন ওভার অল, উনি নিশ্চয়ই এখন তো ওখান থেকে এবং আমরা আরও দেখছি মিরপুরে সম্প্রতি কয়েক বাক্স পুকুরের মধ্যে পাওয়া গেছে, এ সবগুলি আমাদের ব্যর্থতা...।’

পরবর্তীতে ডা. জাফরুল্লাহর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সেনা সদর থেকে প্রতিবাদ পত্র পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘চাকরিরত একজন সেনাবাহিনী প্রধান সম্পর্কে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতো একজন বিশিষ্ট ব্যক্তির এরূপ দায়িত্বজ্ঞানহীন অসত্য বক্তব্য সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, যা সেনাবাহিনী প্রধানসহ সেনাবাহিনীর মতো রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানকে জনসম্মুখে হেয় করার হীন অপচেষ্টা মর্মে স্পষ্টত প্রতীয়মান।’

সেনা সদর থেকে পাঠানো প্রতিবাদপত্র সময় টিভি নিজেদের বক্তব্যসহ প্রচার করেছে।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭