ইনসাইড পলিটিক্স

বি. চৌধুরীর জন্য বাড়ির দরজাই খুললেন না ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/10/2018


Thumbnail

ছেলে মাহী বি. চৌধুরীকে নিয়ে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যের নেতা ড. কামাল হোসেনের বাড়িতে গিয়ছিলেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। কিন্তু সেখান থেকে ফেরার পথেই সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন তিনি। আবার ড. কামাল সংবাদ সম্মেলন ডেকেছেন প্রেসক্লাবে। আজ সন্ধ্যায়ই দুই নেতার আলাদা আলাদা বৈঠকে সবারই প্রশ্ন কী ঘটেছে ড. কামাল হোসেনের বাড়িতে।

নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, আজ বিকেল সাড়ে তিনটার দিকে বি. চৌধুরী ও মাহী বি. চৌধুরী বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় যান। কিন্তু অনেকক্ষণ বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকলেও তাঁদের জন্য দরজা খুলে দেওয়া হয়নি। মাহী বি. চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা ড. কামাল হোসেনের আমন্ত্রণে তার বাড়িতে এসেছিলাম। কিন্তু বাসার দরজা খোলেননি কেউ। বি. চৌধুরীর মতো একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে ডেকে এনে তার সঙ্গে দেখা না করা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এখন বোঝা যাচ্ছে যে ঐক্য কাদের কারণে হচ্ছে না, কেন হচ্ছে না।’ অপর দিকে জানা গেছে, দুপুর থেকেই মতিঝিলে নিজের চেম্বারে ছিলেন ড. কামাল হোসেন। দুপুর থেকেই ড. কামাল হোসেন তাঁর মতিঝিলের চেম্বারে দফায় দফায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আসম আবদুর রব, গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ আরও অনেকের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। এরপরই তিনি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭