ইনসাইড বাংলাদেশ

রোববারের কার্যতালিকায় খালেদার তিন আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/10/2018


Thumbnail

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি আবেদন আগামীকাল রোববার (১৪ অক্টোবর) হাইকোর্টের কার্যতালিকায় আদেশ ও শুনানির জন্য রাখা হয়েছে।   

আজ শনিবার খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

খালেদা জিয়ার আবেদন তিনটি হলো, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস চেয়ে আপিল, কুমিল্লার মামলায় জামিন আবেদন, তাঁর অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি স্থগিতের আবেদন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার খালাস চেয়ে করা আপিল আবেদনের শুনানি আগামীকাল রোববার, হাইকোর্টের কার্যতালিকায় ১ নম্বরে রাখা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে।

খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় দায়ের করা নাশকতার মামলায় জামিন চেয়ে করা আবেদনটিও আগামীকাল রবিবার হাইকোর্টের কার্যতালিকায় ১৫ নম্বরে (দুপুর ২টায়) রাখা হয়েছে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ দেবেন।  

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিতের আদেশ চেয়ে করা রিভিশন আবেদনও রোববার আদেশের জন্য হাইকোর্টের কার্যতালিকার ৯৫ নম্বর স্থানে আছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ হাইকোর্ট খালেদা জিয়ার আবেদনের ওপর আদেশ প্রদান করবেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। রায় ঘোষণার পর থেকেই খালেদা জিয়াকে নাজীমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি আদালতের নির্দেশে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭