ইনসাইড পলিটিক্স

‘বঙ্গবন্ধুকে বিএনপি কেন জাতির পিতা স্বীকার করবে না?’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/10/2018


Thumbnail

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক হলেন ড. কামাল হোসেন। আজ সকালে টেলিফোনে আলাপচারিতায় তাঁর কাছে জানতে চাইলাম, স্যার এত নাটক হলো কাল? উত্তরে বললেন, ‘কি নাটক?’ এই যে স্যার জোট নিয়ে জট হলো? ড. কামাল বললেন, ‘জোট করতে গেলে এরকম একটু আধটু হয়।’ এরপর অধ্যাপক বি চৌধুরী প্রসঙ্গ। কেন তাঁকে বাদ দিলেন। ‘আপনাকে কে বলল, তাঁকে বাদ দিয়েছি। কাল সবকিছু একটু তাড়াহুড়ো হওয়ায় একটা কমিউনিকেশনস গ্যাপ হয়েছে। এটা ঠিক হয়ে যাবে। জাতীয় ঐক্যফ্রন্টে বদরুদ্দোজা চৌধুরী সাহেব থাকবেন। আমরা ওনার সঙ্গে কথা বলবো।’ 

ড. কামালকে জিজ্ঞেস করলাম জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা তো আপনি?

উত্তর: আমাকে ওরা আহ্বায়ক করল। আমরা সবাই মিলেই কাজ করবো।

প্রশ্ন: কিন্তু এটা তো বিএনপি নিয়ন্ত্রিত, বিএনপি ছাড়া অন্য দলগুলোর তো শক্তি নেই।

উত্তর: হ্যাঁ বিএনপি এখানে বড় দল।

প্রশ্ন: তাহলে তো বিএনপির নির্দেশেই জোট চলবে?

উত্তর:  তা কেন?  এটা সবাই মিলে হবে।

প্রশ্ন:  আপনার আদর্শ নেতা তো বঙ্গবন্ধু?

উত্তর:  হ্যাঁ, অবশ্যই।

প্রশ্ন:  বঙ্গবন্ধুকে কি বিএনপি জাতির পিতা হিসেবে স্বীকার করবে?

উত্তর: কেন করবে না, অবশ্যই করবে। এখন এসব কেন? ঠিক আছে রাখেন।

এরপর ফোন কেটে দিলেন ড. কামাল হোসেন। 

বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭