ওয়ার্ল্ড ইনসাইড

যৌন নিপীড়নের অভিযোগে পদত্যাগ করছেন ভারতীয় মন্ত্রী?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/10/2018


Thumbnail

যৌন নিপীড়নের অভিযোগে পদত্যাগ করতে যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়েছে।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, আকবর ইতিমধ্যেই তাঁর পদত্যাগপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরে ইমেইল করেছেন। তবে তা এখন পর্যন্ত প্রহণ করা হয়নি। পদত্যাগ ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে তিনি বৈঠকে বসতে পারেন বলেও জানিয়েছে পত্রিকাটি।

স্থানীয় সময় আজ রবিবার সকালে নাইজেরিয়া সফর শেষে দেশে ফেরেন আকবর। বিমানবন্দরে সাংবাদিকরা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করেন। এর জবাবে আকবর কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বিবৃতির মাধ্যমে পরে সব জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।’

গত কয়েকদিনে আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন বেশ কিছু নারী। এই নারীদের বেশির ভাগই সাংবাদিক। তাঁদের অভিযোগ, আকবর একটি সংবাদমাধ্যমের সম্পাদক থাকাকালীন সময়ে তাদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আকবরের পদত্যাগের দাবি জোরালো হয়।

বাংলা ইনসাইডার/এএইচসি

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭