ইনসাইড বাংলাদেশ

সম্প্রচার আইন ২০১৮ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/10/2018


Thumbnail

সম্প্রচার আইন ও গণমাধ্যম কর্মী চাকরি শর্তাবলি আইন ২০১৮ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান।

প্রেস ব্রিফিংয়ে শফিউল আলম বলেন, ‘এটি একটি নতুন আইন। স্টেক হোল্ডারদের সঙ্গে কনসাল্ট করে এটি প্রণয়ন করা হয়েছে।’

খসড়া আইনে সাত সদস্যের একটি সম্প্রচার কমিশন গঠনের বিধান রাখা হয়েছে বলেও জানান শফিউল আলম।

কমিশন গঠন প্রসঙ্গে শফিউল আলম বলেন, কমিশনের সদস্যদের নির্বাচনের জন্য একটি সার্চ কমিটি গঠন করা হবে। রাষ্ট্রপতির কাছে সদস্যদের নাম প্রস্তাব করবে ওই কমিটি। রাষ্ট্রপতির অনুমোদনের পর কমিশন গঠন করা হবে।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭