ইনসাইড বাংলাদেশ

সচিবালয়ে ছুটির হিড়িক: কঠোর জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/10/2018


Thumbnail

দরজায় কড়া নাড়ছে একাদশ জাতীয় নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সচিবালয়ে রেকর্ড পরিমাণ ছুটির দরখাস্ত পড়েছে। এই পরিপ্রেক্ষিতে আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে খুব জরুরি প্রয়োজন ছাড়া কোনো সরকারি কর্মকর্তাকে দীর্ঘমেয়াদী ছুটি দেওয়া হবে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই মাসের শেষ দিকেই গঠিত হবে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। আর আগামী ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম দিকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। আর এই নির্বাচনের আগ মুহূর্তেই আমলারা দেশের বাইরে থাকতে চান। এই উদ্দেশ্যে প্রায় দুই শতাধিক আমলা বিদেশে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম বাগিয়ে নিয়ে তিন মাস বা ছয় মাসের ছুটির আবেদন করেছেন। এ ধরনের ছুটিকে এক্স বাংলাদেশ লিভ বলে। যদি সামনের নির্বাচনের ফলাফলে সরকার যদি পরিবর্তন হয় তাই নির্বাচনের সময় দায়িত্ব না নিয়ে আমলারা গা বাঁচানোর জন্য ছুটির আবেদন করছেন বলে মনে করছেন অনেকে। নির্বাচন সম্পন্ন হয়ে যাওয়ার পর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে দেশে ফিরতে চাইছেন তারা।

এই পরিপ্রেক্ষিতে সরকারি আমলাদের ছুটির ব্যাপারে এবার কড়াকড়ি আরোপ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলা ইনসাইডার/এসএইচটি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭