টেক ইনসাইড

কোন বাস কোথায় যাবে, জানাবে অ্যাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/10/2018


Thumbnail

বর্তমান সময়ে রাজধানী ঢাকা শহরে বের হওয়া আর গন্তব্যে পৌঁছানোর কথা মাথায় আসা মানেই যানবাহন সমস্যা, আর নয়তো দীর্ঘক্ষণ জ্যামে বসে থাকা। এই বিষয়টি নিয়ে আমরা রীতিমত নাজেহাল হই। নানা ব্যস্ততায় আমরা ভুলে যেতেই পারি যে কোনো বাস কোন রুটে চলাচল করে। আবার যারা ঢাকার বাইরে থেকে আসে তারা বাস সংক্রান্ত সঠিক তথ্য না জানলে বিপাকে পড়তে হতে পারে।

বাসের রুট সম্পর্কে ধারণা না থাকলে অন্য বাসে চড়ে বা সময়মতো বাস না পেয়ে চরম ভোগান্তি হয়, নষ্ট হয় মূল্যবান সময়। তাই আগে থেকে যদি বাসের রুট সম্পর্কে জানা থাকা যায় তাহলে আর ঝামেলা থাকছে না। হাতে একটা স্মার্টফোন থাকলেই জেনে নেওয়া যাবে ঢাকার কোন বাস কোথায় যায়। এজন্য আপনাকে সাহায্য করবে ‘ঢাকা সিটি বাস রুট’ অ্যাপটি।

কি কি ফিচার আছে এই অ্যাপে

১. এই অ্যাপ দিয়ে জানতে পারবেন ঢাকা শহরের একস্থান থেকে অন্য স্থানের দূরত্ব কতটুকু। কোথায় কোথায় বাস দাঁড়ায়, কোন বাস কোন রুট বা পথ দিয়ে যায়।

২. এই অ্যাপটিতে প্রয়োজনীয় স্থানগুলো বুকমার্ক করে রাখা যাবে। ফলে আপনাকে কষ্ট করে একই স্থান আবার খুঁজতে হবে না।

৩. এতে আছে ঢাকা শহরের প্রায় সব বাসের নাম ও তাদের রুটের বিবরণ।

৪. অ‍্যাপটির ইউজার ইন্টারফেস বেশ সুন্দর আর নজরকাড়া। ব্যবহার করেও বেশ আরামবোধ হবে।

৫.  সবচেয়ে সুবিধা হলো, এই অ্যাপটি অফলাইনেও কাজ করবে। তাই ইনস্টল করার পর ইন্টারনেট সংযোগ ছাড়াও অ‍্যাপটি ব‍্যবহার করা যাবে।

গুগল প্লে স্টোরে ৪.০ রেটিং প্রাপ্ত অ্যাপটি ১০ হাজারের বেশি ডাউনলোড হয়েছে ইতিমধ্যে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপটি ডাউনলোড করতে পারবেন নিচের ঠিকানা থেকে-

https://play.google.com/store/apps/details?id=com.rongdhonuapps.dhaka_bus_route&hl=en



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭