ইনসাইড বাংলাদেশ

‘দেশের সবাই যার যার অধিকার নিয়ে বসবাস করবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/10/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যার যার অধিকার নিয়ে বসবাস করবে। ধর্ম যার যার, উৎসব সবার, সবাই মাথা উঁচু করে চলবে।’ রামকৃষ্ণ মিশন মণ্ডপ ঘুরে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

আজ সোমবার দূর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনায় দেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনা নিয়েই দেশ এগিয়ে যাবে। আমরা সকলে এ দেশকে একসঙ্গে গড়ে তুলতে চাই।’

আজ সোমবার মহাষষ্ঠীতে নানা আচার-অর্চনায় দেবীর আনুষ্ঠানিক অধিষ্ঠান হয়েছে মণ্ডপে মণ্ডপে। পঞ্চমীতে দেবী বোধনের পর ষষ্ঠীতে আমন্ত্রণ-অধিবাস আজ, কাল শুরু হবে মূল পূজা। আগামী শুক্রবার বিজয়া দশমী পালন এবং প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে দুর্গোৎসবের সমাপনী হবে।

এ বছর সারাদেশে ৩১ হাজার ২৭২টি পূজামণ্ডপে হচ্ছে দুর্গাপূজা যা গতবারের চেয়ে এক হাজার ১৯৫টি বেশি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৃথক পৃথক বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭