ইনসাইড পলিটিক্স

টীকা-টিপ্পনীতে শেষ হলো ২০ দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/10/2018


Thumbnail

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল সোমবার রাতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক ঘিরে নানা রকম অসন্তোষ ও ব্রিদ্রুপের খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন বিষয়ে প্রশ্নও তুলেছেন ২০ দলের নেতারাই।

গতকালের বৈঠকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ অনুপস্থিত ছিলেন। তবে এলডিপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। বিশ্বস্ত সূত্রে জানা যায়, কর্নেল অলি আহমদের উপস্থিত না থাকা নিয়ে ২০ দলের বৈঠকে প্রশ্ন উঠেছে।

এছাড়া গতকালকের বৈঠকে ২০ দলীয় জোটের অন্যতম শরীক জামায়াতে ইসলামীর নেতা আব্দুল হামিদ উপস্থিত ছিলেন। বৈঠকে আব্দুল হামিদ বলেছেন, ‘আমরা দেখতে চাই বিএনপি –যুক্তফ্রন্টের ঐক্য কতদূর যায়। জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে পারে কী না তা দেখতে চাই আমরা।’

এমন টীকা-টীপ্পনির মধ্য দিয়েই গতকাল ২০ দলের বৈঠক সমাপ্ত হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭