ইনসাইড বাংলাদেশ

ওমরাহ পালনে আজ সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/10/2018


Thumbnail

পবিত্র ওমরাহ পালনে আজ সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে আজ চার দিনের সফরে আজ  বিকেলে রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।  

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান আজ বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি রাজধানীর উদ্দেশে রওয়ানা হবে।’

গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জানান, এ সফরে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। এছাড়াও রিয়াদে নব নির্মিত বাংলাদেশ চ্যান্সেরি ভবন উদ্বোধন করাসহ দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন তিনি। দেশটির কাউন্সিল অব সৌদি চেম্বারস কর্তৃক আয়োজিত এক বিজনেস সেমিনারেও অংশগ্রহণ করবেন।

আগামী শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উদ্দেশে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে রওয়ানা হবেন এবং বাংলাদেশ সময় দুপুর পৌনে ১২টায় ঢাকায় পৌঁছাবেন।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ

 

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭