ইনসাইড বাংলাদেশ

লালন মেলার শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/10/2018


Thumbnail

সকল মানুষের মাঝে বাস করে এক ‘মনের মানুষ’। আর সেই ‘মনের মানুষে’র সন্ধান পাওয়া যায় আত্মসাধনার মাধ্যমে বলে বিশ্বাস করতেন আধ্যাত্মিক বাউল সাধক লালন শাহ। সবকিছুর উর্ধ্বে মানবতাবাদকে সর্বোচ্চ স্থান দিয়েছেন তিনি। আগামীকাল তাঁর ১২৮ তম মৃত্যুবার্ষিকী।

প্রতি বছর সারাদেশ থেকে বাউল ভক্তরা অক্টোবর মাসে লালনের আখড়া ছেউড়িয়ায় মিলিত হয়ে লালনের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করে। লালন শাহ’র ১২৮তম তিরোধান দিবস উপলক্ষে এবারও কুষ্টিয়ায় তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই দূর-দূরান্ত থেকে সাধু-ভক্তরা এসে এখানে আসর জমাতে শুরু করেছে।

বাউল সম্রাট ফকির লালন সাঁইজির আখড়ায় আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীন মেলা। এর আগে গত রোববার কুষ্টিয়ার ছেঁউড়িয়ার ফকির লালন সাঁইজির মুক্তমঞ্চ প্রস্তুত করা হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। সেইসাথে সাঁইজির মাজার প্রাঙ্গণেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭