ইনসাইড বাংলাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারার সংশোধন চেয়ে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/10/2018


Thumbnail

ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারার সংশোধন চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।

আজ মঙ্গলবার ডাকযোগে এই নোটিশ পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু।   

নোটিশে তথ্যমন্ত্রী, আইনমন্ত্রী, মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, তথ্য সচিবকে উক্ত নোটিশের জবাব দিতে বলা হয়েছে।  

নোটিশে বলা হয়েছে, ‘সম্প্রতি তথ্য প্রযুক্তি আইনের আলোচিত কয়েকটি ধারা বিলুপ্ত করে ডিজিটাল নিরাপত্তার আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩১, ৪৩ ও ৫৩ ধারা গণমাধ্যমের স্বাধীনতা এবং বাকস্বাধীনতার অন্তরায় বলে সাংবাদিক নেতারা বিভিন্ন সমাবেশ ও মানববন্ধনে দাবি করেছেন। সাংবাদিক নেতারা এই ধারাগুলো সংবাদকর্মীদের স্বাধীনভাবে সংবাদ পরিবেশন এবং প্রকাশে অন্তরায় হবে বলেও মত প্রকাশ করেছেন।’

এ অবস্থায় আগামী ৩০ দিনের মধ্যে ধারাগুলো বাতিল করে আইনটি সংশোধন না করলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশ প্রদানকারী আইনজীবী  এস এম জুলফিকার আলী জুনু জানান।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭