ইনসাইড বাংলাদেশ

চলন্ত বাস থেকে ফেলে হত্যা: চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/10/2018


Thumbnail

চট্টগ্রামে চলন্ত বাস থেকে ফেলে রেজাউল করিম রনিকে হত্যার ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করেছে পু্লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার ভোর রাতে কুমিল্লা থেকে অভিযুক্ত বাসচালক দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়।

দিদার সন্দ্বীপ উপজেলার মৌলভী বাজার এলাকার মোহাম্মদ ইয়াছিনের ছেলে। নগরীর ১০ নম্বর রুটে চলাচলকারী সিটিবাস সার্ভিস বক্কর পরিবহনের গাড়ি চালাতেন তিনি।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পু্লিশ সুপার মো. মঈন উদ্দিন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার বিকেলে দিদারুলকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানানো হবে।

গত ২৭ আগস্ট দুপুরে নগরীর সিটি গেটের অদূরে গ্ল্যাক্সো কারখানার সামনে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে রেজাউল করিম রনি মারা যান। ভাড়া নিয়ে ঝগড়ার পর বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে রনিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে বাসচালক ও সহকারীর বিরুদ্ধে।

বাংলা ইনসাইডার/বিকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭