ইনসাইড বাংলাদেশ

২০ দলে ভাঙন, বেরিয়ে গেল ন্যাপ-এনডিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/10/2018


Thumbnail

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে ন্যাপ ও এনডিপি। আজ মঙ্গলবার গুলশানে সংবাদ সম্মেলন করে জোট ছাড়ার ঘোষণা দেয় তারা। সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি।

ঘোষণাপত্র পাঠ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেবেল রহমান গানি বলেন, এখনো ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো জোটে অংশগ্রহণ করতে তাদের প্রস্তাব দেওয়া হয়নি। ক্ষমতাসীন সরকার আশ্রয় দেবে কী না তা দল দুটি জানে না।

জোট ভেঙে বেরিয়ে দিলেন, কিন্তু আসন্ন নির্বাচনে জিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সরকার গঠন করলে কী করবেন এমন প্রশ্নের জবাবে জেবেল রহমান গানি বলেন, ‘দেশের আইন যদি তাদের সরকার গঠন করার অনুমতি দেয় তবে আমাদের বলার কিছু নেই।’

এর আগে গত রোববার বাংলা ইনসাইডার `এবার ভাঙছে ২০ দল?` শিরোনামে (https://bit.ly/2P06PDj) একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ২০ দল ভাঙনের পূর্বাভাস দেওয়া হয়।

বাংলা ইনসাইডার/এসএইচটি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭