ইনসাইড এডুকেশন

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/10/2018


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফলপ্রকাশ করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ‘ঘ’ইউনিটের এবছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৪৬৩ জন। এ বছর আবেদন করেছিল ৯৫ হাজার ৩৪১জন শিক্ষার্থী।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ও মোবাইলে ফলাফল জানতে পারবেন। যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস GHA স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে দিয়ে ফল জানা যাবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসইট  https://bit.ly/1mT5pBO থেকে ফলাফল জানা যাবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে আগামী ২২-৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত এবং বিষয় পছন্দক্রম অনুসারে ফরম পূরণ করতে বলা হয়েছে।

বাংলা ইনসাইডার/আরকে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭