ওয়ার্ল্ড ইনসাইড

ফ্রান্সে আকস্মিক বন্যায় ১২ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/10/2018


Thumbnail

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার রাতের এই বন্যায় বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়। কোন সতর্কবার্তা না থাকায় বৃষ্টিপাতের সময় বেশিরভাগ মানুষই ঘুমন্ত অবস্থায় ছিল।

দক্ষিণাঞ্চলীয় এলাকায় দুটি খাল এবং ওউদি নদীর মধ্যবর্তী পর্যটন নগরী ত্রেবেসের বাসিন্দারা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কয়েক হাজার মানুষ ঘর ছেড়ে গেছে। বহু গাছ উপড়ে গেছে। কয়েকটি এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্লাবিত এলাকার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

আকস্মিক বন্যার কারণে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ তাঁর পূর্ব পরিকল্পিত কিছু কর্মসূচী স্থগিত করেছেন। প্রধানমন্ত্রী এডুয়ার্ডো ফিলিপ্পে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন বলে তাঁর দপ্তর থেকে জানানো হয়েছে। সাড়ে ৩০০ উদ্ধারকর্মী দুর্গত এলাকায় কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭