ইনসাইড পলিটিক্স

কামাল-বিএনপি নৈকট্য: মান্না-রব আপদ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/10/2018


Thumbnail

জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হতে না হতেই নতুন সংকট সৃষ্টি হয়েছে। বিএনপি যৃক্তফ্রন্ট থেকে আসা দুটি দলকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বিএনপি নেতারা শুধু ড. কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে আলাদা বৈঠক করছে। আজ আ. স. ম. আবদুর রবের উত্তরার বাসায় জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নাগরিক ঐক্যের মান্না বলেন, ‘যা আলাপ আলোচনা সিদ্ধান্ত সবকিছু যৌথ বৈঠকেই নেওয়া উচিৎ। এমনিতেই আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে।’ এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মান্নাকে ‘টেলিফোনে আলাপে সংযম’ দেখানোর পরামর্শ দেন। মির্জা ফখরুল বলেন, ফোনে এত কথা বলবেন না।’ মান্না এসময় প্রশ্ন তোলেন, ‘আপনারা গতকাল আলাদাভাবে ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেছেন কেন?’ জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা ব্যক্তিগতভাবে কার সঙ্গে সাক্ষাৎ করবো না করবো তা কি ফ্রন্টকে জানিয়ে করতে হবে’ পরে ডা. জাফরুল্লাহ চৌধুরী সবাইকে শান্ত হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ঐক্য ভাঙতে নানা চেষ্টা হবে। আমাদের সতর্ক থাকতে হবে।’

বিএনপির একাধিক সূত্র বলছে, জাতীয় ঐক্য ফ্রন্ট গঠিত হলেও বিএনপির আগ্রহ শুধু ড. কামাল হোসেনেই। অধিকাংশ বিএনপি নেতারা রব এবং মান্নার ওপর বিরক্ত। বিএনপির একজন নেতা খোলামেলা ভাবেই বলেছেন, ‘আমাদের দরকার ছিল ড. কামাল হোসেনকে। তাঁকে নিতে গিয়ে কিছু আপদও নিতে হয়েছে।’ বিএনপির সূত্র থেক পাওয়া খবরে জানা যায় যে, তারেক জিয়া নির্বাচনের জন্য বিএনপিতে একজন অভিভাবক চেয়েছিলেন। তারেক অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে বিশ্বাস করতে পারতেন না কখনোই। তারেক জানেন, আগামী নির্বাচন বিএনপিকে বেগম জিয়া এবং তাঁকে ছাড়াই করতে হবে। বিএনপির জনপ্রিয়তা আছে, কিন্তু জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত ফিগার নেই। এ কারণেই, একজন নেতার খোঁজে ছিল বিএনপি। বিএনপি নেতারা মনে করেছেন, সব কিছু বিবেচনায় ড. বদরুদ্দোজা চৌধুরীর চেয়ে ড. কামাল তাদের জন্য সুবিধাজনক। এজন্যই তাঁরা কায়দা করে অধ্যাপক চৌধুরীকে বাদ দিয়ে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করে গত ১৩ অক্টোবর। জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হবার তিনদিন পর আজ এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। কিন্তু দুই দিনে বিএনপির সঙ্গে ড. কামাল হোসেনের অন্তত ৪টি বৈঠক অনুষ্ঠিত হয়। এমনকি, গত রাতে ২০ দলীয় জোটের বৈঠক থেকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড. কামাল হোসেনের সঙ্গে কথা বলেন। তাঁকে টেলিফোন করে বলেন, ‘স্যার আপনাকে একটা সুখবর দেই। ২০ দলীয় জোট আপনাকে অভিনন্দন জানিয়েছে।’

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রোববার গায়েবি মামলা নিয়ে বিএনপির নেতারা ড. কামাল হোসেনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। ঐ বৈঠক চলাকালেই মান্না মির্জা ফখরুলকে ফোন করে কথা বলতে চাইলে, বিএনপি মহাসচিব ব্যস্ত বলে ফোন কেটে দেন। জানা গেছে, বিএনপি এবং ড. কামাল আলাদাভাবে বসে নির্বাচনকালীন সরকার, ঘোষণা ইত্যাদি চুড়ান্ত করছে। বিএনপির একজন নেতা বলেছেন, ‘ড.কামাল হোসেনই এখন আমাদের অভিভাবক। সব বিষয়ে তাঁর পরামর্শ নিচ্ছি।’ ঐক্যফ্রন্টে ড. কামালের সাহায্যে মান্না আর রবকে ইতিমধ্যেই কোণঠাসা করে ফেলেছে বিএনপি। এরপর ড.কামালকেই করা হবে ২০ দলের নেতা, এমনটাই শোনা যাচ্ছে বিএনপির অন্দর মহলে।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭