ইনসাইড গ্রাউন্ড

প্রথম দিনেই জমে উঠেছে পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/10/2018


Thumbnail

পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া ২৬২ রানে পিছিয়ে রয়েছে। টস জিতে পাকিস্তান সবকটি উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২০ রান। 

খেলার শুরুতেই দলীয় ৫ রানে মোহাম্মদ হাফিজকে হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। কিন্তু আরেক ওপেনার ফখর জামান ও আযহার আলী প্রাথমিক বিপর্যয় সামলে নেন। দলীয় ৫৭ রানে আযহার ফিরে গেলে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ৫৭ রানে ১ উইকেট থেকে মুহূর্তেই ৫ উইকেট পড়ে যায় পাকিস্তানের। যার পুরো কৃতিত্ব অস্ট্রেলিয়ার নাথান লিয়নের। নাথাল লিয়ন ৪ উইকেট দখল করেন। 

ষষ্ঠ উইকেট জুটিতে ১৪৭ রান জড়ো করেন ফখর ও অধিনায়ক শারফরাজ আহমেদ। দুইজনই ব্যক্তিগত ৯৪ রানে ফিরে যায়। শেষের দিকে ইয়াসির শাহের ২৮ রানের ওপর ভর করে পাকিস্তান সম্মানজনক স্কোর দাঁড় করাতে সক্ষম হয়।

দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ৭ ওভারে ২০ রান সংগ্রহ করতেই ওসমান খাজা ও পিটার সিডেলকে হারায় অস্ট্রেলিয়া।

বাংলা ইনসাইডার/এসএকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭