ইনসাইড বাংলাদেশ

২০ দলীয় জোট ভাঙল কেন?  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/10/2018


Thumbnail

জাতীয় নির্বাচনকে সামনে রেখে যখন ক্ষমতাসীন দল এবং সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো নিজেদের জোটের আকার বাড়াতে চাইছে, ঠিক সেই সময়ে ভেঙে গেল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

আজ মঙ্গলবার বিকালে গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ন্যাপ ও এনডিপি।

২০ দলীয় জোট ভেঙে যাওয়ার কারণ সম্পর্কে ন্যাপের চেয়ারম্যান জেবেল গাণি বলেন, ‘ন্যাপ ও এনডিপি সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক রাজনীতি করার পক্ষে। ক্ষমতার পালা বদলের নামে কোনো অশুভ শক্তির ক্ষমতা গ্রহণ করুক এবং দেশকে আবার রাজনীতিশূন্য করার কোনো অপচেষ্টায় অংশগ্রহণ করুক, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা তা প্রত্যাশা করি না।’ 

জোট থেকে বেরিয়ে আসার বিষয়ে তিনি আরও বলেন, ‘বিএনপি সব সময় তার শরিকদের অন্ধকারে রাখার অপচেষ্টা করে আসছে। জাতীয় নির্বাচন কাছাকাছি এলেও বিএনপি তার অবস্থান শরিকদের কাছে স্পষ্ট করছে না।’

গত ১৩ অক্টোবর বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ জোট থেকে বেরিয়ে আসার অন্যতম একটি কারণ উল্লেখ করে ন্যাপের চেয়ারম্যান জেবেল গাণি বলেন, ‘এই ঐক্যফ্রন্ট গঠনের মধ্য দিয়ে ২০ দলীয় জোটকে নিষ্ক্রিয় করে ফেলা হবে। আর এর মধ্য দিয়ে বিএনপিই মূলত জোটকে বিলুপ্ত করে দিতে চাইছে।’ 

সংবাদ সম্মেলনে এসময় তিনি বলেন, ‘২০ দলীয় জোটের বিভিন্ন বৈঠকে জোট শরিকদের মনোনয়নের বিষয়টি সামনে আনতে চাইলেও বিএনপি কৌশলে তা সবসময় এড়িয়ে যায়। ১/১১ কুশীলবরা, মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নকারীরা যখন জাতীয় ঐক্যফ্রন্টের নামে ঐক্যবদ্ধ হচ্ছে, তখন আমরা মনে করি, বিএনপি তার সকল নৈতিক অবস্থান থেকে বিচ্যুত হয়েছে।’  

এ বিষয়ে ন্যাপ নেতাদের ভাষ্য হচ্ছে, ‘বিএনপির পক্ষ থেকে আগামী নির্বাচন নিয়ে ২০ দলীয় জোট থেকে কোনো উদ্যোগ বা সংলাপের আয়োজন করেনি। যদিও জাতীয় ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে আসনের বিষয়ে বিএনপির আলোচনা এখন প্রকাশ্যে চলে এসেছে।’

২০১৬ সালের জানুয়ারিতে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যান ইসলামি ঐক্যজোট। ২০১৫ সালের সেপ্টেম্বরে বিএনপি-জামাত জোট থেকে বেরিয়ে আসেন শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। আজ মঙ্গলবার ন্যাপ ও এনডিপি বেরিয়ে যাওয়ায় গত দুই বছরে তৃতীয়বারের মতো ভাঙনের কবলে পড়লো  ২০ দলীয় জোট।

২০ দলীয় জোটের ভাঙ্গনের কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ‘২০ দলীয় জোটে বিএনপি-জামাতের আধিপত্য এবং এই দুই দলের সিধান্ত ২০ দলীয় জোটের অন্যান্য শরিকদের উপর চাপিয়ে দেওয়ার মানসিকতাই জোট ভাঙনের অন্যতম কারণ। দীর্ঘদিনের অবহেলার ফলশ্রুতিতেই ছয় বছরের বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করেছেন জোটের এই দুই শরিক।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭