ইনসাইড গ্রাউন্ড

যেভাবে দেখা যাবে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/10/2018


Thumbnail

বাংলাদেশ সময় আজ রাত ১২ টায় সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বলে গণ্য করা হলেও এই দুদলের লড়াই যে নিজেদের সম্মান ও শক্তিমত্তার বিচারের হবে টা নিয়ে কোন সংশয় নেই। বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনা দলের হয়ে কোন ম্যাচ খেলেন নি দলটির সেরা তারকা লিওনেল মেসি। আজকের এ ম্যাচেও তিনি থাকছেন না, সে হিসেবে ব্রাজিলের জন্য চিন্তার ভাঁজ কিছুটা কমেছে বলে ধরাই যায়।

কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে সরাসরি ম্যাচ দেখতে পারেন http://www.yalla-shoot.com/live/index.php এই লিংকে। মোবাইল ব্যবহারকারীরাও এই লিংক ব্যবহার করতে পারবেন।

তবে মোবাইলের জন্য সহজ পথ হচ্ছে মোবদ্র এপ্স। প্রথমে https://mobdro.en.uptodown.com/android এই লিংক থেকে ডাউনলোড করতে হবে Mobdro এন্ড্রয়েড অ্যাপটি। তারপর bein sports usa, bein sports en espana বা bein sports 1 এর মধ্যে যেকোনো চ্যানেল বাছাই করে সরাসরি দেখা যাবে ম্যাচটি।

এছাড়া আরও সহজ পথ পেতে রাতে চোখ রাখুন বাংলা ইনসাইডারের খেলাধুলা পেইজে।

বাংলা ইনসাইডার/এসএকে  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭