ইনসাইড সাইন্স

স্যামসাংয়ের সবচেয়ে বড় ডিসপ্লের ফোন নোট ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/10/2018


Thumbnail

বিশ্বের অন্যতম স্মার্টফোন জায়ান্ট কোম্পানি স্যামসাং তাদের নোট সিরিজের পরবর্তী ফোন নোট ১০ আনতে যাচ্ছে আগামী বছর। গ্রাহকদের হাতে ফোন ২০১৯ এর মাঝামাঝিতে পৌঁছাবে।

ধারণা করা হচ্ছে যে এই ফোনটিই হতে যাচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের সবচেয়ে বড় ডিসপ্লের ফোন। এর ডিসপ্লে সাইজ হতে পারে ৬ দশমিক ৬৬ ইঞ্চি। এটি নোট ৯ এর চেয়ে ০.২৬ ইঞ্চি বড়।

ধারণা করা হচ্ছে, আগামী বছরে স্যামসাং ও অ্যাপল দুটি প্রতিষ্ঠানই বড় ডিসপ্লের ফোন দিয়ে একে অপরের সঙ্গে বাজার দখলে নামতে পারে। সেখানে অবশ্য অ্যাপল ইতিমধ্যে এগিয়ে আছে। তারা গত মাসে আইফোন টেনএক্স ম্যাক্স এনে বাজারে অনেকটাই ঝড় তুলেছে।

নতুন প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং গত মাসে তাদের নোট ১০ এর ডিসপ্লের প্যানেল সাইজ ৬ দশমিক ৬৬ ইঞ্চি করবে বলে জানিয়েছে। স্যামসাংয়ের ওএলইডি প্যানেল যারা নির্মাণ করে, তাদের কাছেও এটি পৌঁছে দেওয়া হয়েছে। স্যামসাং নোট ১০-এর কোড নাম দেওয়া হয়েছে ‘দ্যভিঞ্চি’।

উল্লেখ্য, চলতি বছর অ্যাপল তাদের আইফোন টেনএক্স ম্যাক্সে ৬ দশমিক ৫ ইঞ্চির ওএলইডি প্যানেল দিয়েছে। তার আগে পর্যন্ত স্যামসাংয়ের নোট ৯ ছিল সবচেয়ে বড় প্যানেলের ফোন

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭