ইনসাইড বাংলাদেশ

ড্রোন দিয়ে জঙ্গিদের গতিবিধি পর্যবেক্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/10/2018


Thumbnail

নরসিংদীর মাধবদীতে গাঙপাড় এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা নিলুফা ভিলায় জঙ্গিদের গতিবিধি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হচ্ছে।

আজ বুধবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চূড়ান্ত অভিযান শুরুর আগে ড্রোন উড়িয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করে নিচ্ছেন।

‘জঙ্গি আস্তানা’ সন্দেহে গত সোমবার রাত থেকে সাত তলা ভবন নিলুফা ভিলা নামের ভবনটি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিট। ওই এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই অঞ্চলে মাইকিং করে সবাই নিজেদের দরজা জানালা বন্ধ রাখতে বলা হয়েছে এবং কাউকে বাড়ির ছাদে না উঠার জন্য বলা হয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। নিরাপত্তার দায়িত্ব পালন করছে নরসিংদী জেলা পুলিশ। জঙ্গি আস্তানা ও এর চারপাশের নিরাপত্তায় ড্রোন ব্যবহার করা হচ্ছে।

উল্লেখ্য, ড্রোন হচ্ছে ক্যামেরা সম্মলিত স্বয়ংক্রিয় ছোট উড়োজাহাজ। ড্রোন মুলত বানানো হয়েছিল কোন জায়গাই না গিয়ে সেই জায়গার ছবি ও ভিডিও তোলার জন্য। কিন্তু বর্তমানে ড্রোন ব্যবহার করা হয় যুদ্ধ ক্ষেত্রে, গোয়েন্দা কাজে এবং সিনেমার শুটিং এর কাজে।  

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭