ইনসাইড পলিটিক্স

‘বিএনপি দুই সতীনের ঘর করছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/10/2018


Thumbnail

ড. এমাজউদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, রাষ্ট্রবিজ্ঞানী। বিএনপির অন্যতম থিংক ট্যাংক। গতকাল মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে ফোন করেন। পেশাজীবীদের নতুন করে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছে বিএনপি। এজন্য নাগরিক কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয় এই প্রবীণ শিক্ষাবিদকে। এর আগে ঢাকা সিটি নির্বাচনের আগে শত নাগরিক কমিটির আহ্বায়ক ছিলেন ড. এমাজউদ্দিন আহমেদ। সেই চিন্তা থেকেই পেশাজীবীদের নিয়ে ‘একটা কিছু’ করার তাগিদ দিলেন মির্জা ফখরুল। বললেন, ‘নির্বাচনের আগে এটা খুবই দরকারি।’ ড. এমাজউদ্দিন এর জবাবে বিএনপি মহাসচিবকে জানালেন, ‘বিএনপি তো এখন দুই সতীনের ঘর করছে। পেশাজীবীরা কোন সংসারের সম্পত্তি?’ ড. এমাজউদ্দিন এই উত্তরে একটু বিব্রত হলেন মির্জা ফখরুল। জিজ্ঞেস করলেন, ‘স্যার শরীর কেমন?’ উত্তরে এমাজউদ্দিন বললেন, ‘শেষ বয়সে যা দেখছি, তাতে আর শরীরের খবর নিই কীভাবে? আপনাদের নেতা জিয়াউর রহমান। ড. কামালের নেতা শেখ মুজিব। রবের নেতা তাহের। এটা তো আর জোট নয়, মাছ মাংস সব মিলেমিশে একাকার খিচুড়ি।’ এরপর আর কথা বাড়ায়নি বিএনপির মহাসচিব। বললেন, ‘স্যার আমি এসে কথা বলবো।’

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭