ইনসাইড বাংলাদেশ

নরসিংদীতে দুই জঙ্গির আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/10/2018


Thumbnail

নরসিংদীর মাদবদির ছোট গদাইরচরের গাংপাড় এলাকার নিলুফা ভিলা থেকে দুই জঙ্গি আত্মসমর্পণ করেছে। আজ বুধবার বেলা ২ টার দিকে জঙ্গিরা আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীরা হলেন মৌ এবং খাদিজা নামের দুই নারী।

জঙ্গি আস্তানা’ সন্দেহে গত সোমবার রাত থেকে সাত তলা নিলুফা ভিলা নামের ভবনটি ঘিরে রেখেছিল পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিট। ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম আজ বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের ব্রিফিংকালে  বলেন, আত্মসমর্পণের আহ্বানে জঙ্গিদের কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। তাদের চলা-ফেরা, প্রস্তুতির একটা আভাস আমরা পাচ্ছি। যারা নেগুশিয়েটে স্কিল তাদের ঢাকা থেকে এনে জঙ্গিদের সঙ্গে যোগাযোগের করার চেষ্টা করছি। যদি তারা আত্মসমর্পণ করে তাহলে আমরা কঠোর কোনো অভিযানে যাব না।  

আজ বেলা এগারটার দিকে নিলুফা ভিলায় ড্রোন দিয়ে জঙ্গিদের গতিবিধি পর্যবেক্ষন করা হয়।

গতকাল শেখেরচরের একটি বাড়িতে জঙ্গি আস্তানায় ‘অপারেশন গার্ডিয়ান নট’ পরিচালনার সময় এক নারীসহ দুই জঙ্গি নিহত হয়েছিলেন।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭