ইনসাইড বাংলাদেশ

ইসি মাহবুব তালুকদারের পদত্যাগ চায় ১৪ দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/10/2018


Thumbnail

নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের পদত্যাগ দাবি করে ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মাহবুব তালুকদার সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক কথা বলছে, তাঁর দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত।’

আজ বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবির কথা বলেন।  

মোহাম্মদ নাসিম বলেন, ‘সাংবিধানিক পদে থেকে নির্বাচন কমিশনের গোপনীয় বিষয়ে প্রকাশ্য কথা বলা সংবিধান পরিপন্থী। মাহবুব তালুকদার সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক কথা বলায় তাঁর দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত।’

ব্যারিস্টার মইনুলের প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার  মইনুল কে? ইনি সেই লোক, যিনি বঙ্গবন্ধুকে হত্যার পরে মোশতাকের সঙ্গে হাত মিলিয়েছিলেন। তিনিই খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় মামলা দিয়েছিলেন। এখন সেই মইনুল বিএনপির প্রিয় ও বিশ্বস্ত লোক হয়ে গণতন্ত্রের কথা বলছেন।’

জাতীয় নির্বাচনে মহাজোট আরও বড় করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘এখনই বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। স্বাধীনতার স্বপক্ষের কোনো শক্তি যদি হয়, তখন তিনি দেখবেন জোটের পরিসর বাড়ানো যায় কিনা।’

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭