ইনসাইড বাংলাদেশ

আইপিইউ মেলা যেন এক টুকরো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/04/2017


Thumbnail

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন এলাকায় স্থাপিত আইপিইউ মেলায় বাংলাদেশ ও বাংলাদেশী পণ্যের ব্র্যান্ডিং হচ্ছে।

বিশ্বের ১৩১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য ও ডেলিগেটদের নিয়ে সবচেয়ে বড় এই সম্মেলন উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত পাঁচ দিনব্যাপী এই মেলায় যেন এক টুকরো বাংলাদেশকে তুলে ধরা হয়েছে।

শনিবার থেকে শুরু হওয়া মেলায় দেশের উন্নয়ন কর্মসূচি, ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নানা বিষয়ও স্থান পেয়েছে। মেলা চলছে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

১ লাখ ৮০ হাজার বর্গফুট আয়তনের এই মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা প্রসূত বিশেষ ১০টি উন্নয়ন উদ্যোগ সম্মেলনে অংশগ্রহণকারী অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেছে।

মেলা প্রাঙ্গণে প্রবেশ পথের দু’পাশে রয়েছে দু’টি গ্রাম। এখানে একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক, বাউল গানের আসরসহ আবহমান বাংলার চিরায়ত রূপ ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে।

এরপর রয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ। সেখানে প্রবেশ মুখেই ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ড, ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকান্ডসহ বিভিন্ন দিবসের বর্ণনা দেয়া হয়েছে। রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বিশাল প্রতিকৃতি।

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সরকারের বিভিন্ন সংস্থার পক্ষে মোট ৫৯টি স্টল দেয়া হয়েছে। রয়েছে খাবারের নানা স্টল। অসুস্থ হলে ডাক্তারের ব্যবস্থাও রয়েছে। মেলায় আগত অতিথিদের পাটের তৈরি পরিবেশবান্ধব পণ্য, তাঁত ও চামড়াজাত পণ্য ক্রেতাদের আকর্ষণ করছে বেশি।

হাঙ্গেরিয়ান ন্যাশনাল এ্যাসেম্বলির পার্লামেন্টারি গ্রপের ডেপুটি লিডার ড. আরজেবেট চামুক বলেন, “এখানে হাতে তৈরি নকশীকাঁথা, পাটজাত পণ্য, তৈরি পোশাকগুলো সত্যিই চমৎকার। এছাড়া প্রতিটি পণ্যই দেখার মতো। যতই দেখছি খুবই ভাল লাগছে।”

স্পেনের সংসদ সদস্য মাতুদি উইলিয়াম বলেন, “আমি স্টলগুলো ঘুরে দেখছি, ভাল লাগছে, এটি ভাল একটি অভিজ্ঞতা। গুণগত মানের দিক থেকে বাংলাদেশী পণ্য সত্যিই চমৎকার।”

বাংলাক্রাফ্ট এর সেক্রেটারি শাহজালাল জানান, মেলায় নকশিকাঁথা ও পাটের তৈরি পণ্যের ব্যাপারে ক্রেতাদের আগ্রহ একটু বেশি রয়েছে। বেচাকেনার পাশাপাশি বাংলাদেশী পণ্যের ব্র্যান্ডিং হচ্ছে।

উল্লেখ্য, শনিবার ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৫ এপ্রিল পর্যন্ত সম্মেলনের কার্যক্রম চলবে।

বাংলা ইনসাইডার/আরএস

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭