ওয়ার্ল্ড ইনসাইড

‘হ্যাশট্যাগ মিটু’ ঝড়ে ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/10/2018


Thumbnail

যৌন হয়রানির অভিযোগে ভারতে শুরু হওয়া ‘হ্যাশট্যাগ মিটু’ ঝড়ে পদত্যাগ করতে বাধ্য হলেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবর। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ পদত্যাগের ঘোষণা প্রদান করেন।

বিবৃতিতে ভারতীয় এই মন্ত্রী বলেন, ‘যেহেতু আমি আদালতের কাছে ন্যায় বিচার চাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়েছে, মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে আমার বিরুদ্ধে অভিযোগের মোকাবেলা করাই এখন যৌক্তিক কাজ। এমন অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদ থেকে আমি পদত্যাগ করছি।‘  

১৯৯০ সালের দিকে ভারতের একাধিক গণমাধ্যমে সম্পাদকের দায়িত্ব পালন করেন এমজে আকবর। সেই সময় অন্তত ১৬ নারী সাংবাদিক তার কাছে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে সম্প্রতি অভিযোগ তোলা হয় ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে।

চলতি মাসের শুরুর দিকে ভোগ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে এমজে আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ মিটু’ ঝড় তোলেন প্রিয়া রামানি নামের একজন নারী সাংবাদিক।

এমজে আকবরের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি চাকরি দেয়ার নামে নারীদের যৌন নির্যাতন করতেন।

গত সোমবার সাংবাদিক প্রিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করেছেন সদ্যপদত্যাগকারী এই মন্ত্রী।

বাংলা ইনসাডার/আরকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭