ইনসাইড সাইন্স

মধ্যরাতে ফেসবুক বন্ধ রাখার কথা ভাবছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/04/2017


Thumbnail

শিক্ষার্থী ও তরুণরা রাত জেগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করছে। অনেকটা নেশার মতোই আকৃষ্ট তারা। এতে কার্যক্ষমতা কমে যাচ্ছে বলে মধ্যরাতে (রাত ১২ - সকাল ৬টা) ফেসবুক বন্ধ রাখার কথা ভাবছে সরকার।

এ বিষয়ে মতামত চেয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে একটি চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তরুণদের এসব কারণ বিবেচনা করে অচিরেই ফেসবুক বন্ধের ঘোষণা আসতে পারে।

চিঠিতে বলা হয়েছে, গত বছর জুলাই মাসে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এ বিষয়টি উত্থাপন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে সম্মতি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সম্মতির পর গত বছর ২৮ আগস্ট থেকে এ বিষয়ে কাজ করছিল মন্ত্রিপরিষদ বিভাগ এবং শেষ পর্যন্ত এটার বাস্তবায়ন করার জন্য সম্ভাব্য ব্যবস্থা নিতে দুই মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ড. ফারুক আহমেদ ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। তিনি বলছেন, “ফেসবুক ব্যবহার করা তথ্যপ্রযুক্তির জন্য একটি সার্বজনীন ব্যাপার। কিন্তু সারা রাত ধরে ফেসবুক ব্যবহার করার ফলে আমাদের শিক্ষার্থীদের অনেক ক্ষতি হচ্ছে। এছাড়া আমাদের তরুণ প্রজন্ম কাজের ক্ষমতা এবং কাজের সময় নষ্ট করছে।”

মন্ত্রিপরিষদ বিভাগ চিঠিটি পাওয়ার পর টেলিযোগাযোগ বিভাগ ওই বিষয়ে বিটিআরসির মতামত চেয়েছে। মতামত পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলা ইনসাইডার/এসআই

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭