লিট ইনসাইড

আইরিশ লেখক আনা বার্নস পেলেন ‘ম্যান বুকার প্রাইজ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/10/2018


Thumbnail

এ বছর ‘ম্যান বুকার প্রাইজ’ পেয়েছেন আইরিশ লেখিকা আনা বার্নস। গত শতাব্দীর সত্তরের দশকে নর্দার্ন আয়ারল্যান্ডে ক্যাথলিক-প্রটেস্ট্যান্টের সহিংসতা নিয়ে ‘মিল্কম্যান’ উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পেলেন।

মঙ্গলবার লন্ডনের গিল্ডহল মিলনায়তনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরষ্কার হিসেবে আনা পেয়েছেন ৬৬ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৬ লাখ টাকার সমান।

পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বসিত আনা। ২০০১ সালে ‘নো বোনস’ প্রকাশের পর অত্যন্ত বাজে ভাবে আর্থিক সমস্যায় পড়েন তিনি। তাই বুকার পুরষ্কারের অর্ধ দিয়ে ঋণ পরিশোধ করবেন বলে জানিয়েছেন আনা।

বাংলা ইনসাইডার/এসএকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭