ইনসাইড গ্রাউন্ড

‘তামিম-সাকিব ছাড়াও শক্তিশালী বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/10/2018


Thumbnail

ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজে থাকছেন না তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এই দুইজন না থাকলেও বাংলাদেশকে একদমই দুর্বল ভাবছেন না জিম্বাবুয়ে দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। সাকিব-তামিমকে ছাড়াও বাংলাদেশকে শক্তিশালী দল মনে করছেন তিনি।

১৭ অক্টোবর বুধবার থেকে অনুশীলন শুরু করে জিম্বাবুয়ে দল। অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে সিরিজ নিয়ে আলোচনা করেন অধিনায়ক। তিনি সিরিজ প্রসঙ্গে বলেন, ‘তামিম-সাকিব দুইজনই বাংলাদেশের সেরা খেলোয়াড়। তাঁরা অনেক দিন ধরেই পারফর্ম করছে। এদের ছাড়াও বাংলাদেশের আরও অনেক খেলোয়াড় রয়েছে। আর কিছু বদলি খেলোয়াড়ও অপেক্ষা করছে দলে। সাকিব তামিম ছাড়া খুব একটা শক্তি হারাবে বাংলাদেশ এমনটা মনে হয় না আমার।

জিম্বাবুয়ের লক্ষ্য বাংলাদেশকে হারানো। সে প্রস্তুতি নিয়েই বাংলাদেশে এসেছে সফরকারীরা। অধিনায়ক বলেন, ‘হ্যাঁ অবশ্যই সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের ভালো করার মতো খেলোয়াড় আছে। আমাদের তরুণ কয়েকজন খেলোয়াড় উঠে এসেছে। সেই সঙ্গে অভিজ্ঞ খেলোয়াড়ও দলে রয়েছে। ম্যাচ জেতার মতো দল রয়েছে আমাদের’।

বাংলা ইনসাইডার/এসএকে  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭