ইনসাইড বাংলাদেশ

মহানবীর রওজায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2018


Thumbnail

সৌদি আরবে মহানবী হযরত মুহাম্মদ (সা.) রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার রাতে মদিনায় পৌঁছে মসজিদে নববীতে এশার নামাজ আদায়ের পর মহানবীর (সা.) কবর জিয়ারত করেন তিনি। এরপর বাংলাদেশের অব্যাহত শান্তি এবং বিশ্ব মুসলিম উম্মাহর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করেন  প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।

গত মঙ্গলবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সফরে রিয়াদে গেছেন প্রধানমন্ত্রী। গতকাল বুধবার বিকালে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নতুন নিজস্ব ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন। সেখানে দু’দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা।

আজ বৃহস্পতিবার মক্কায় ওমরাহ পালন শেষে আগামীকাল শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭