ওয়ার্ল্ড ইনসাইড

চিতাবাঘের জন্য বিমানবন্দর বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/04/2017


Thumbnail

নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে চিতাবাঘ দেখে সোমবার প্রায় আধা ঘন্টা বন্ধ থাকে।

কাঠমান্ডুতে বিমানবন্দরের এক মুখপাত্র জানান, বন্যপ্রাণী বিভাগ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ওই চিতাবাঘকে ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে। বাঘটি কোন ড্রেনের মধ্যে লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিমানের এক পাইলট বাঘটি রানওয়েতে দেখতে পান।

প্রেম নাথ ঠাকুর এএফপিকে বলেন, "ঘটনাটি জানার পর আমরা প্রায় আধা ঘন্টা ধরে বিমানবন্দর বন্ধ রাখি। তবে এখন পর্যন্ত বাঘটিকে খুঁজে পাওয়া যায়নি।"

এতে একটি আন্তর্জাতিক ফ্লাইটে বিলম্ব হলেও অন্যান্য ফ্লাইট যথা সময়ে বিমানবন্দর ছেড়ে যায়।

বাংলা ইনসাইডার/এসএফ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭