ওয়ার্ল্ড ইনসাইড

মার্কিন ফার্স্ট লেডির বিমানে ধোঁয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2018


Thumbnail

 

মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের বিমানে হঠাৎ ধোঁয়া দেখা যায়। বিমানটি আকাশে ওড়ার ১০ মিনিটের মধ্যেই এ ঘটনা ঘটে। বিমানের ক্যাবিনেটের ভেতর থেকে আকস্মিকভাবে ধোঁয়া বের হতে দেখা যায় বলে জানা যায়। গত বুধবার এই ঘটনা ঘটে।

শিশুদের কল্যাণে একটি ক্যাম্পেইনে অংশ নিতে বিমানে চড়ে মেরিল্যান্ড থেকে ফিলাডেলফিয়া যাচ্ছিলেন মেলানিয়া ট্রাম্প। সেখানে থমাস জেফারসন বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিভিন্ন রোগীদের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা ছিল। বিমানে মেলানিয়ার সঙ্গে বেশ কয়েকজন সাংবাদিক ছিলেন।

ম্যারিল্যান্ডের জয়েন্ট অ্যান্ড্রুস বিমানঘাঁটি থেকে মেলানিয়া ট্রাম্প ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে উড়ে যাচ্ছিল বিমানটি। কারিগরি ত্রুটির কারণে ফার্স্ট লেডিকে বহনকারী বিমানে ধোঁয়া বের হয় বলে জানা যায়। বিমানের ভেতরে ধোঁয়া দেখা দেওয়ার পর সেটা দ্রুতই আবার মেরিল্যান্ডের অ্যান্ড্রুস বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণ করে। ধোঁয়া দেখার পরও বিমানটি প্রায় ১০ মিনিট আকাশে ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়ে মেলানিয়ার কমিউনিকেশন ডিরেক্টর স্টেফেনি গ্রিশাম বলেন, ‘বিষয়টি ছিল ছোট কারিগরী ত্রুটি। সবকিছুই ঠিক আছে এবং মেলানিয়াসহ বিমানের সবাই নিরাপদে রয়েছেন।’

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭