ওয়ার্ল্ড ইনসাইড

মেগানের মা হওয়ায়, ব্রিটেনে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2018


Thumbnail

 

ডিউক ও ডাচেস অব সাসেক্স হ্যারি এবং মেগানের ঘরে আসছে নতুন অতিথি। এ খবরে ব্রিটিশ রাজপরিবার আনন্দের জোয়ারে ভাসলেও, খুশি নয় ব্রিটেন। ইতিমধ্যেই রাজপরিবারের এ ঘোষণা নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক মাধ্যমগুলোতে। তবে কি মেগানের মা হওয়ায় খুশি নয় ব্রিটেনবাসী?

গত ১৫ অক্টোবর ছিল ‘প্রেগন্যান্সি অ্যান্ড ইনফ্যান্ট লস রিমেমবারেন্স ডে’। যে সন্তান গর্ভে থাকা অবস্থায় মারা গিয়েছে কিংবা শৈশবে চলে গিয়েছে, তাদের জন্য বছরের এই দিনটা। ব্রিটেনসহ কানাডা, যুক্তরাষ্ট্র, নরওয়ে, ইতালি, কেনিয়া ও অস্ট্রেলিয়াতেও এই দিনটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে ব্রিটেনে সন্তানহারা মা-বাবাদের নিয়ে সপ্তাহব্যাপী সচেতনতা মূলক প্রচার চলছে। এরই মধ্যে রাজপরিবারের এই ঘোষণায় কার্যতই আঘাত পেয়েছেন সন্তানহারা মা-বাবারা। যদিও এ বিষয়ে কেনসিংটন প্রাসাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।                  

সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে মেগান-হ্যারির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্যে। তাঁদের ভাষায়, ‘আর একটা দিন অন্তত অপেক্ষা করতে পারতেন ওরা, এখনই ঘোষণা করতে হল!’ জো শার্পেন নামে এক মহিলার কথায়, ‘এমন একটা দিনে ওরা ঘোষণা করলেন। সত্যিই খুব মর্মস্পর্শী!’

আর এক জন আবার টুইট করেছেন, ‘খুব অসংবেদনশীলের মতো কাজ হয়ে গেল না এটা!’ জবাবে অন্থিয়া লেন্সবরো নামে এক মহিলা লিখেছেন, ‘একেবারেই তাই!’

সন্তানহারা মা-বাবাদের একটি সংগঠনের ডিরেক্টর রুথ বেন্ডার অ্যাটিক বলেন, ‘আমার ধারণা, ওরা জানেন না। এ ছাড়া আর কী!’ তিনি আরও বলেন, ‘সন্তান হারানোয় কষ্ট যেমন আছে, তেমনই সন্তান আসার খবর দেওয়ারও অনেক আনন্দ রয়েছে। আমি বুঝতে পারছি, খারাপ লাগাটা। কিন্তু আমি নিশ্চিত, ওরা এ দিনটা সম্পর্কে জানেন না।’

গত সোমবার কেনসিংটন প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর অর্থাৎ ২০১৯-এর বসন্তে নতুন অতিথি আসতে চলেছে রাজপরিবারে। মেগানের স্বাস্থ্য ভাল আছে। দেশবাসীর সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে রাজদম্পতি খুশি। আর এ খবরেই ক্ষোভে ফেটে পড়েছেন ব্রিটেনবাসী।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭