কালার ইনসাইড

গুরুর যোগ্য উত্তরসূরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2018


Thumbnail

আইয়ুব বাচ্চু ব্যান্ড করার অনুপ্রেরণা পেয়েছিলেন আজম খানের কাছ থেকে। তিনি ছিলেন আজম খানের একনিষ্ঠ ভক্ত। গুরু বলে সম্বোধন করতেন। আজ দু’জনই প্রয়াত। গুরু আজম খান আজ থেকে ৭ বছর আগে পৃথিবীকে বিদায় জানিয়েছেন, আর তাঁর যোগ্য শিষ্য আইয়ুব বাচ্চু চলে যান আজ বৃহস্পতিবার ভোরে। তাঁদের একে অপরের সঙ্গে প্রথম দেখা হওয়ার গল্প অনেকবারই উঠে এসেছে দু’জনের মুখে।

১৯৭৬ সালে চট্রগ্রাম মুসলিম হল মিলনায়তনে একবার নিজের ব্যান্ড ‘উচ্চারণ’ নিয়ে কনসার্ট করতে গিয়েছিলেন আজম খান। আইয়ুব বাচ্চু তখন সদ্য গিটার হাতে নেওয়া এক বালক। সে সময় আজম খান ছিলেন তরুণ প্রজন্মের আইকন। দেশের বিভিন্ন প্রান্তে কনসার্ট করতেন আর মঞ্চের সামনে হাজার দর্শক মেতে উঠতো গুরু গুরু ধ্বনিতে। অন্য সবার মতো বালক আইয়ুব বাচ্চুরও গুরুকে নিয়ে মুগ্ধতার সীমা নেই। ছুটে গেলেন কনসার্টে। শুধু কনসার্টে গিয়েই ক্ষান্ত হলেন না, গুরুর সঙ্গে দেখা করতেই হবে নাছোড়বান্দা আইয়ুব বাচ্চুর। মঞ্চের পেছনে আজম খানকে দেখা মাত্রই বাধা টপকে চলে গেলেন গুরুর কাছে। আজম খান দেখলেন আইয়ুব বাচ্চুর পায়ে জুতা নেই। ঘামে ভিজে জবজব করছে গোটা শরীর। মনের কথা খুলে বললেন গুরুকে। তাঁর আগ্রহে বিস্মিত আজম খান। সেদিন মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন গুরু। সেই থেকেই শুরু আইয়ুব বাচ্চুর পথচলা।

এরপর থেকে মৃত্যু অবধি আইয়ুব বাচ্চুর দীর্ঘ যাত্রা সংগীতপ্রিয় মানুষদের কারোই অজানা নয়। বর্ণিল ক্যারিয়ারে অসংখ্য মানুষের ভালোবসায় নিজেই হয়ে উঠেছেন হাজারো রকপ্রেমীদের গুরু।

বাংলা ইনসাইডার/ এইচপি 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭