কালার ইনসাইড

আইয়ুব বাচ্চুর শেষ কনসার্ট (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2018


Thumbnail

জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু গত ১৬ অক্টোবর তার জীবনের শেষ কনসার্টে অংশ নিয়েছিলেন। রংপুর জেলা স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছিল সেই কনসার্ট। কনসার্টের কিছু ছবি ও গান তিনি শেয়ার করেছিলেন ফেসবুকে। কে জানতো, ওই কনসার্টই শেষ কনসার্ট। ফেসবুকের ওই পোস্টই হবে তার শেষ পোস্ট।

শেষ সেই কনসার্টে গাওয়া ও শেয়ার করা সেই গান ছিল ‘সেই তুমি কেন এত অচেনা হলে?’, যে গান এখন ভক্তদের কাঁদায়।

এই অক্টোবর মাসে তিনি ৩টি কনসার্টে অংশ নিয়েছিলেন। ১৬ অক্টোবর রংপুরে ছিল তার শেষ কনসার্ট, যার শিরোনাম ছিল ‘শেকড়ের সন্ধানে’।

এখন তিনি ধরাছোঁয়ার বাইরে, তার ফেসবুক একাউন্টও ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক। এখন তিনি শুধুই থাকবেন কোটি ভক্তের হ্নদয়ে।

গত ১৪ অক্টোবর তার নিজ জেলা চট্টগ্রামে জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হয় তার কনসার্ট।

বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু। রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়ার পর ৯টা ৫৫ মি‌নিটে ডাক্তাররা তা‌কে মৃত ব‌লে ঘোষণা ক‌রেন।

ভিডিও লিংক:



বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭