ইনসাইড গ্রাউন্ড

‘জিম্বাবুয়ে আহত বলেই ওরা চাইবে ঘুরে দাঁড়াতে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2018


Thumbnail

বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট  সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি বাংলাদেশে এসেছে। দক্ষিণ আফ্রিকার কাছে নাস্তানুবাদ হয়েই টাইগারদের আঙিনায় পা রাখে দলটি। কিন্তু দলের কাপ্তান হ্যামিল্টন মাসাকাদজা বাংলাদেশকে নিয়ে আলাদা ভাবে ভাবতে নারাজ। তাঁর কাছে এই সিরিজ হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সম্পন্ন। মাসাকাদজার সেই কথাকে আজ স্পষ্ট ভাবে স্বীকৃতি দিলেন টাইগার কোচ  স্টিভ রোডসও। বাংলাদেশ দলের কোচ জিম্বাবুয়েকে দেখতে চান আহত পশুর মতো। যারা সবশেষ দক্ষিণ আফিকা সিরিজে আহত হয়ে বাংলাদেশে এসেছে।

রোডস জানান, তারা আহত হয়ে আছে, তারা চাইবে ঘুরে দাঁড়াতে। আমাদেরকে নিজেদের সেরা খেলা উপহার দিয়েই ম্যাচ জিততে হবে।

সাকিব-তামিমের অভাব এই সিরিজে কি ধরণের প্রভাব ফেলবে এমন প্রশ্নে টাইগার কোচ জানান,  এটা ইতিবাচক হিসেবেই নিতে হবে, দলের পাইপলাইন পরিক্ষা করার ভালো একটা সুযোগ।

আগামী ২১ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। মিরপুরে বেলা আড়াইটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলা ইনসাইডার/এজেএস 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭