ইনসাইড পলিটিক্স

খালেদা জিয়াকে মাইনাস করলেন বার্নিকাটও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2018


Thumbnail

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট আজ বৃহস্পতিবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। এই সাক্ষাতে তাঁদের মধ্যে বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে মার্শা বার্নিকাট গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, খালেদা জিয়া নির্বাচন না করলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকরা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ সরব মার্কিন যুক্তরাষ্ট্র। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্যই বরাবরই তারা কথা বলে আসছিল। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে সেখানে বিএনপি এবং দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলে আসছিলেন। কিন্তু আজকের বক্তব্যের মধ্যে দিয়ে এটি স্পষ্ট হলো খালেদা জিয়াকে মাইনাস করেছে বার্নিকাট তথা মার্কিন যুক্তরাষ্ট্রও।

বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭