ইনসাইড আর্টিকেল

পৃথিবী থেমে গেলে কি হবে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/04/2017


Thumbnail

পৃথিবী খুব চঞ্চল একটি গ্রহ। সৃষ্টির শুরু থেকেই ঘুরছে আমাদের পৃথিবী। কিন্তু কখনো যদি পৃথিবী থেমে যায় কি হবে তখন? পৃথিবীর বুকে বেঁচে থাকা আমাদের এই জীব জগতের সবকিছুর অবস্থা খুবই শোচনীয় হয়ে যাবে। বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হবে আমাদের।

হারিকেন ঝড় উঠবে:
হঠাৎ করে পৃথিবী থেমে গেলেও তাকে ঘিরে থাকা বায়ুমণ্ডল তখনো আবর্তিত হতে থাকবে। এর ফলে উৎপন্ন হবে এক মারাত্মক আকারের হারিকেন ঝড়ের। যা ধ্বংস করে দেবে সমগ্র জীব জগতকে।

সুনামির গ্রাসে হারিয়ে যাবে সব:
পৃথিবী যেমন ঘুরতে থাকে, পৃথিবীর জলরাশিরাও তেমন ঘুরতে থাকে। তাই পৃথিবী হঠাৎ থেমে গেলেও জলরাশি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে ঘুরতেই থাকবে। ফলে সৃষ্টি হবে ভয়ঙ্কর সুনামির। এর ফলে হারিয়ে যাবে একের পর এক শহর। বিশেষ করে যেসব শহর সমুদ্রের খুব কাছাকাছি রয়েছে।

সমুদ্র সরে যাবে:
উত্তর ও দক্ষিণ মেরুতে মধ্য়াকর্ষণ শক্তি সবচেয়ে বেশি থাকে। তাই কখনো যদি পৃথিবী থেমে যায়, তাহলে সব সমুদ্র অতিরিক্ত মধ্য়াকর্ষণ শক্তির কারণে উত্তর অথবা দক্ষিণ মেরুর দিকে সরে যেতে থাকবে। ফলে সৃষ্টি হতে পারে নতুন কোনো মহাদেশের।

মানুষ উড়তে শুরু করবে:
মধ্য়াকর্ষণ শক্তি পৃথিবীতে আমাদের আঠার মতো আটকে রেখেছে। তাই যদি পৃথিবীর ঘোরা বন্ধ হয়ে যায়, তাহলে আর মধ্য়াকর্ষণ শক্তিও থাকবে না। ফলে মানুষ উড়তে শুরু করবে। পৃথিবী যে দিকে ঘোরে তার বিপরীত দিকে উড়বে। এই ওড়ার বেগ থাকবে ঘণ্টায় প্রায় ১০৪০ মাইল।

তথ্যসূত্র: বোল্ডস্কাই

বাংলা ইনসাইডার/আরকে/এসআই



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭