ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2018


Thumbnail

বাংলাদেশের সঙ্গে সিরিজে নিজেদের ফিরে পেতে চাইছে জিম্বাবুয়ে। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে দলের ভরাডুবি থেকে আত্মবিশ্বাস ফিরে পেতে বাংলাদেশের বিপক্ষে জয়ের কোন বিকল্প দেখছে না জিম্বাবুয়ের পেস তারকা কাইল জারভিস।

বৃহস্পতিবার জিম্বাবুয়ে ক্রিকেট দল মিরপুরের একাডেমি মাঠে কঠোর অনুশীলন করে, অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে এসে এই পেসার জানান, দক্ষিণ আফ্রিকার সেই স্মৃতি ভুলতে হলে টাইগারদের বিপক্ষে জয় চাই, সেটা যে খুব সহজেই আসবে না তাও বলতে ভুলেন নি জারভিস।

জারভিস জানান সিকান্দার রাজার অন্তর্ভুক্তি পুরো দলের মনোভাব চাঙ্গা করেছে, সেতা দলে বাড়তি প্রেরণা জাগাবে। যদিও ইনজুরির কারনে স্পিনার  গ্রায়েম ক্রেমারের না থাকাটা বাংলাদেশের বিপক্ষে ভোগাতে পারে বলে জানান তিনি। তবে তাদের দলে বাংলাদেশের ব্যাটসম্যানদের পরিক্ষা নেয়ার মতো ভালো মানের স্পিনার আছে বলে তিনি মনে করেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাদের চার-পাঁচ জন ক্রিকেটারের প্রতিনিয়ত খেলা এ সিরিজে কাজে দেবে বলেও বিশ্বাস তাঁর। সাকিব-তামিম বিহীন বাংলাদেশ নিজেরাও একটু চাপে থাকবে এবং সেই সুযোগটাই নিতে চায় জিম্বাবুয়ে বলে কাইল জারভিস।

বাংলা ইনসাইডার/এজেএস  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭