ইনসাইড গ্রাউন্ড

মানসিক ভাবে দৃঢ় থাকার পরামর্শ মনোবিদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/10/2018


Thumbnail

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দল বেশ কিছু ম্যাচ শেষ সময়ে এসে হেরে যায়, তীরে এসে তরি কেন ডুবছে সে এবং ক্রিকেটারদের মানসিক অবস্থান ও দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণের জন্য বিসিবি একজন মনোবিদের সঙ্গে ক্রিকেটারদের সেশনের ব্যবস্থা করে।

বাংলাদেশি প্রবাসি মনোবিদ আলী আজহার দ্বিতীয় দিনের মতো ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন, ক্লাস নিয়েছেন। ক্লাস শেষে গণমাধ্যমে তিনি জানান,আমরা সব দেশকেই হারাচ্ছি, সেই অভিজ্ঞতা আমাদের আছে। এই বিশ্বাসটা যখন আরও শক্ত হবে, তখন ধারাবাহিকতা আরও বাড়বে। টুর্নামেন্টগুলোতে যখন কাছাকাছি চলে আসি, তখন কিন্তু প্রত্যাশার চাপ অনেক বেড়ে যায়। তখন এই কঠিন মানসিক পরিস্থিতিতে মনস্তাত্ত্বিক বিষয়গুলো ধরে রাখতে পারি না। যদি এই মানসিক জায়গাগুলো উন্নত করি, তাহলে কাছে গিয়ে হেরে যাওয়া ম্যাচগুলোতে জয় সম্ভব।

তিনি কঠিন মুহূর্তেও ক্রিকেটারদের মানসিক ভাবে দৃঢ় থাকতে পরামর্শ দিয়েছেন। শেষ মুহূর্তে এসে হেরে যাওয়ার পর ক্রিকেটারদের হতাশ না হয়ে মানসিক জোড় বাড়ানোর কথা বলেছেন।

বাংলা ইনসাইডার/এজেএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭