ওয়ার্ল্ড ইনসাইড

সৌদি সম্মেলন বয়কট করল যুক্তরাষ্ট্র এবং অন্যান্য খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/10/2018


Thumbnail

সাংবাদিক জামাল খাসোগি নিখোঁজের ঘটনা তদন্তে সৌদি আরবকে বাড়তি সময় দিলেও দেশটিতে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিনিয়োগকারীদের সম্মেলন বয়কট করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মিউচিন একথা জানান। জামাল খাসোগি নিখোঁজ কিংবা ‘খুনের’ ঘটনার পেছনে সৌদি আরব জড়িত থাকতে পারে বলে অভিযোগের মধ্যে একের পর এক দেশের মন্ত্রীরা এমন পদক্ষেপ নিচ্ছেন। এর আগে সম্মেলন বয়কটের ঘোষণা দেন ব্রিটিশ, ফরাসি ও ডাচ মন্ত্রীরা।

অন্যান্য খবর

‘জার্মান গার্ল’দের কাছে ক্ষমা চাইলো নরওয়ে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সেনাদের সঙ্গে নরওয়ের যে নারীদের সম্পর্ক ছিল তাদের অধিকার খর্ব করার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে নরওয়ে। এ নারীদের ‘জার্মান গার্ল’ নামে অভিহিত করা হয়। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ রাষ্ট্রীয়ভাবে ‘জার্মান গার্ল’দের কাছে ক্ষমা চেয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিরপেক্ষ ছিল নিশীথ সূর্যের দেশ নরওয়ে। কিন্তু ১৯৪০ সালের এপ্রিলে জার্মানির নাৎসি বাহিনীর আক্রমণের শিকার হয় স্ক্যান্ডেনেভিয়ান দেশটি। মনে করা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৫০ হাজারের মতো নরওয়ের নারীর সঙ্গে জার্মান সেনাদের অন্তরঙ্গ সম্পর্ক ছিল। অ্যাডলফ হিটলারের ঘনিষ্ঠ হেনরিক হিমলার জার্মানদের উৎসাহিত করেন যাতে নরওয়ের নারীদের সঙ্গে সম্পর্কে সন্তান উৎপাদন হয়। 

আফগানিস্তানে বন্দুক হামলায় প্রাদেশিক পুলিশ প্রধান নিহত

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের পুলিশ প্রধান আব্দুল রাজিক এক দেহরক্ষীর চালানো গুলিতে নিহত হয়েছেন। গভর্নরের কম্পাউন্ডে একটি বৈঠকের পর এ ঘটনা ঘটে।ওই বৈঠকে যোগ দিয়েছিলেন শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল স্কট মিলার। তবে তিনি হামলা থেকে প্রাণে বেঁচে যান। গুলিতে আব্দুল রাজিকসহ নিহত হন গোয়েন্দা সংস্থা এনডিএ’র একজন স্থানীয় কমান্ডারও।গুরুতর আহত হন প্রাদেশিক গভর্নর জালমে ওয়েসা। হামলার দায় স্বীকার করেছে তালেবান। মার্কিন কমান্ডার স্কট মিলার এবং রাজিকই হামলার লক্ষ্য ছিল বলে জানিয়েছে তারা। জঙ্গিদের ঘোর বিরোধী হিসাবে সুপরিচিত ছিলেন রাজিক।

মনে হচ্ছে খাসোগি আর বেঁচে নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মনে হচ্ছে, সৌদির সাংবাদিক জামাল খাসোগি আর বেঁচে নেই। খাসোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট থেকে নিখোঁজ হওয়ার পর এই প্রথম তার জীবিত না থাকার বিষয়টি স্বীকার করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, নিশ্চিতভাবেই আমার কাছে এমনটা মনে হচ্ছে, এটা খুবই বিষাদময়। মন্টানার মিসৌলায় একটি নির্বাচনী র‌্যালির জন্য এয়ার ফোর্স ওয়ানে প্রবেশের আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭